বুদ্ধিজীবি ও বিজয় দিবসে সিলেট বিএনপির কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৮:৪৩:৫৯ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সকাল ১০টায় বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হল রুমে আলোচনা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সকালে জিন্দাবাজারে সমবেত হয়ে ১০টায় শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে দুপুর ১২টায় রেজিষ্ট্রারী মাঠ থেকে বিজয় শোভাযাত্রা শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হবে। এছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তর্গত উপজেলা, পৌর, ওয়ার্ড ও থানায় বুদ্ধিজীবি ও মহান দিবস পালনের আহবান জানানো হয়েছে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী. মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব এসব কর্মসূচীতে উপস্থিত থাকতে নেতাকর্মীদের আহবান জানান। বিজ্ঞপ্তি