মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নিয়ে ভোগান্তি চরমে
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৮:৪৮:৪৪ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: পাসপোর্ট নিয়ে হতাশা কাটছেনা মালয়েশিয়া প্রবাসীদের। বরং হতাশা আরো বাড়ছে। পাসপোর্ট নবায়নে বিলম্বের কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন হাজার হাজার বাংলাদেশী। মালয়েশিয়ায় পাসপোর্ট পেতে দেরি হওয়ার কারণে অনেকেই অবৈধ হয়ে পড়েছেন। পড়েছেন বৈধ নথি না থাকার ঝুঁিকর মধ্যে।
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রায় ২৮ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন প্রক্রিয়াকরণ শেষে অনুমোদনসহ পাসপোর্ট অধিদফতরে প্রেরণ করে। এসব আবেদন পাসপোর্ট অধিদফতরে প্রিন্টের জন্য প্রক্রিয়াধীন ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রেক্ষিতে হাইকমিশন আশা প্রকাশ করেছে, চলতি মাসের ২য় সপ্তাহে উল্লিখিত পাসপোর্ট প্রিন্টের কাজ ঢাকাস্থ পাসপোর্ট অধিদফতরে শুরু হবে।হাইকমিশন আশা করছে, সবকিছু ঠিক থাকলে উপরিল্লিখিত পাসপোর্ট ২০২৫ সালের জানুয়ারি মাসের ২য় অথবা ৩য় সপ্তাহ থেকে হাইকমিশন বিতরণ কাজ শুরু করতে সক্ষম হবে। এছাড়া যেসব এমআরপি আবেদন হাইকমিশনে পেন্ডিং রয়েছে সেগুলো হাইকমিশন থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। হাইকমিশনের বিজ্ঞপ্তি প্রকাশের পর আরোও হতাশ হয়ে পড়েছেন পাসপোর্ট প্রত্যাশী মালয়েশিয়া প্রবাসীরা।