রেজিষ্ট্রারী মাঠে ২০ ডিসেম্বরের সম্মেলন সফল করুন: ড. বাবুল
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৫:৫৭:১৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উপদেষ্টা ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, শ্রমিক বন্ধুগণ রাষ্ট্রের চালিকা শক্তি। তাদের শ্রম ও ঘামে সভ্যতা গড়ে উঠলেও তারা বঞ্চিত জনগোষ্ঠী। ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে শ্রমজীবি মানুষকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে। আগামী ২০ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে মহানগর শ্রমিক কল্যাণের দ্বি বার্ষিক সম্মেলন সফল করতে শ্রমিক ভাইদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি বুধবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উদ্যোগে আগামী ২০ ডিসেম্বর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠের দ্বি-বার্ষিক সম্মেলন সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সেক্রেটারী মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সিলেট অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সহ-সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি ফারুকুজ্জামান খান, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, অফিস ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মারুফ, বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম, ট্রেড ইউনিয়ন থানা-১ এর সাধারণ সম্পাদক মুহিবুর রহমান শামীম, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ, হাসপাতাল থানা পূর্ব সভাপতি আল মোমিন, পশ্চিম থানা সভাপতি আব্দুস সাত্তার, শাহপরান থানা পূর্ব সাধারণ সম্পাদক আকবর আলী, কোতোয়ালি থানা পূর্ব সভাপতি আব্দুস সাত্তার মুন্না, সাধারণ সম্পাদক হাসান আহমদ, কোতোয়ালি থানা পশ্চিম সহ-সভাপতি জাবেদুর রহমান জাবেদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বিমানবন্দর থানা সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ, জালালাবাদ থানা সভাপতি মাওলানা আসাদুজ্জামান. সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বিদ্যুৎ শ্রমিক সংগঠনের সভাপতি সালেহ আহমদ, সহ সভাপতি রায়হান আহমদ, জেলা মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিলেট সদর অটো রাইস মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল বারী, শাহপরান থানা ঠেলাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোক্তার হোসেন, শাহপরান থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সিলেট সদর সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন জিম্মাদার, সিলেট মটর গ্যারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুর রহমান, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরান হোসেন, দক্ষিণ সুরমা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি বেলাল আহমদ, দক্ষিণ সুরমা থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুল ইসলাম, সিলেট সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী মনসুর ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি