ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৪শ বিলিয়ন ডলারের মালিক মাস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৬:২১:৫৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক সম্পদের দৌড়ে নতুন রেকর্ড গড়েছেন। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলারের সম্পদের মাইলফলক স্পর্শ করেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স জানিয়েছে, স্পেসএক্সের সাম্প্রতিক শেয়ার বিক্রি তার সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। স্পেসএক্স বর্তমানে ৩৫০ বিলিয়ন ডলার মূল্যমানের বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানি।
মাস্কের টেসলা এবং স্পেসএক্সের শেয়ারমূল্য ঊর্ধ্বমুখী থাকায় তার সম্পদ বেড়ে ৪৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। টেসলার শেয়ারের মূল্য রেকর্ড ৪১৫ ডলারে উঠেছে, যা তার সম্পদে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সম্পদ বৃদ্ধির আরেকটি উৎস হলো মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই। সাম্প্রতিক তহবিল সংগ্রহের পর এক্সএআই-এর মূল্যমান ৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
মাস্কের এই উত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ইতিবাচক প্রবণতা এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জয়ের পর টেসলার শেয়ারের ৬৫ শতাংশ বৃদ্ধি ভূমিকা রেখেছে। বর্তমানে মাস্ক বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের চেয়ে ১৪০ বিলিয়ন ডলার এগিয়ে রয়েছেন। নভেম্বর থেকে তিনি তার সম্পদে ১৩৬ বিলিয়ন ডলার যোগ করেছেন, যা বৈশ্বিক ধনকুবের তালিকায় তার আধিপত্য আরও দৃঢ় করেছে।