লিডিং ইউনিভার্সিটিতে রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৬:৪৬:৫২ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা রাবেয়া খাতুন চৌধুরীর অষ্টাদশ মৃত্যুবার্ষিকী পালন করেছে লিডিং ইউনিভার্সিটি।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে খতমে কোরআন, সকাল সাড়ে ১০টায় মরহুমার কবরে রাগীব আলী ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং কবরস্থান সংলগ্ন লিডিং ইউনিভার্সিটির জামে মসজিদে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন সৈয়দ হাফিজ মুহাম্মদ আশরাফ আলী। পরবর্তীতে লিডিং ইউনিভার্সিটির জামে মসজিদের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং এতে দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটি জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল কাদির।
লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী ১ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত মূল্যায়ন ও স্মৃতিচারণমূলক স্মারক ‘আলোকময়ী রাবেয়া’ এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃক ‘অমর কীর্তির কিছু স্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাগীব আলী। বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য সাদিকা জান্নাত চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাজ উদ্দিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইফুল ইসলাম, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. এ.কে.এম. দাউদ, কলামিস্ট আফতাব চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. বদরুল আহমেদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি