বড়লেখায় সৌর বাতিতে আলোকিত গ্রামীণ রাস্তা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৮:০৬:১৮ অপরাহ্ন
আব্দুর রব, বড়লেখা : সড়কগুলোর বেশিরভাগ এলাকা রাতের বেলা ঝুঁকিপূর্ণ থাকত। অন্ধকারাচ্ছন্ন রাস্তায় পায়ে হেঁটে চলাচলে জনসাধারণের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এসব সড়কে সম্প্রতি সোলার এলইডি সড়কবাতি বসানোর ফলে বদলে গেছে স্থানীয় মানুষের জীবনযাত্রা। এতে কমবে অপরাধ, বাড়বে নিরাপত্তা। সড়কগুলো বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ড এলাকায় পড়েছে। গ্রীণহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে বড়লেখা উপজেলায় সৌর বিদ্যুৎতায়িত সড়কবাতি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এই এলাকায় ৭৪টি সোলার এলইডি সড়কবাতি বসানো হয়েছে। উপজেলার আরেকটি গুরুত্বপূর্ণ সড়কে আরো ৭৩টি সৌর সড়কবাতি স্থাপনের কাজ দ্রুত শুরু হচ্ছে।
সর্বমোট ১৪৭টি সড়কবাতি স্থাপনে সরকারের ব্যয় হচ্ছে দুই কোটি টাকা। বড়লেখায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বাস্তবায়ন করছে বায়েস সোলার লিমিটেড নামক সিলেটের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ড এলাকার বড়লেখা-চান্দগ্রাম রাস্তার পয়েন্ট হতে মাইজগ্রাম বাজার ও মাইজগ্রাম বাজার থেকে ভাগাডহর রাস্তা, আদমপুর সড়কসহ বিভিন্ন গ্রামীণ সড়ক ও মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ, মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনার এলাকা রাতের বেলা গভীর অন্ধকারাচ্ছন্ন থাকত। এসব সড়কে অন্ধকার রাতে পায়ে হেঁটে চলাচলে মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে মানুষের এসব দুর্ভোগ দূর করতে সম্প্রতি ৭৪টি সোলার এলইডি সড়কবাতি বসানো হয়েছে। এতে সৌর বিদ্যুতের এলইডি বাতিতে আলোকিত হয়েছে গ্রামীণ সড়ক।
সরেজমিনে সদ্য সড়কবাতি স্থাপিত গ্রামীণ সড়কে রাতের বেলা গিয়ে দেখা গেছে, এলাকাবাসি সৌরবাতিতে আলোকিত সড়কগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন। তারা জানান, সড়কের এমন কিছু অন্ধকারাচ্ছন্ন জায়গা রয়েছে, সন্ধ্যার পর থেকেই লোকজন ভয়ে চলাফেরা করতেন না। ওইসব স্থানে সৌর সড়কবাতি স্থাপনের কারণে পথচারিদের নিরাপত্তা বেড়েছে। এলাকায় অপরাধ প্রবণতাও কমতে শুরু করেছে। প্রত্যেকটি গ্রামীণ সড়কে এভাবে সড়কবাতি স্থাপনের ব্যবস্থা নিলে গ্রামের মানুষের জীবন যাত্রা পাল্টে যাবে, ঘটবে আর্তসামাজিক অবস্থার উন্নয়ন। লোকজন গ্রামে থেকেও শহরের স্বাদ উপভোগ করবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আহমদ চৌধুরীর সাথে আলাপ করে জানা যায়, প্রতিষ্ঠানটি স্রেডা কর্তৃক অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী উন্নত মানসম্পন্ন সৌর সড়কবাতি স্থাপনের কাজ বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটির নাজিরহাট, মীরসরাই, মাধবপুর, রামগড়, ফেনী, হবিগঞ্জ পৌরসভাসহ আরও বিভিন্ন পৌরসভা ও উপজেলায় কাজ চলমান। এ কাজ বাস্তবায়নের ফলে গ্রামীণ জনপদে শহরের আমেজ বিরাজ করছে। রাস্তাঘাট আলোকিত হওয়ার কারণে চুরি ছিনতাই ও বিভিন্ন অপরাধ প্রবণতা কমছে, যার কারণে রাত্রিকালীণ চলাফেরায় জনসাধারণ নিরাপদবোধ করছেন। হাট বাজার ও বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জনসাধারনের উন্নতি হচ্ছে। যা, বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যোগ।
প্রকল্পের পরিচালক ও বড়লেখা উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয় জানান, সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৭৪টি সড়কবাতি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। গত ২ ডিসেম্বর রাতে সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারসহ তিনি সড়কগুলো পরিদর্শন করেছেন। দ্বিতীয় ধাপে বড়লেখা সরকারি কলেজ সংলগ্ন পৌরসভার সীমানা হতে উত্তর শাহবাজপুর ইউনিয়ন অফিস পর্যন্ত আরো ৭৩টি সৌর সড়কবাতি স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে।