সিরাজ উদ্দিন একাডেমীতে ব্যারিস্টার ফয়েজ উদ্দীনের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৮:০৮:১৪ অপরাহ্ন
আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন নিউ হোপ গ্লোবাল এর চেয়ারপার্সন ও যুক্তরাজ্য বাঙালি কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার ফয়েজ উদ্দিন এমবিই বলেছেন, উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সিলেট অঞ্চলের মানুষ পিছিয়ে রয়েছে। এ কারণে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়েও সিলেটের লোকজন নেই। ফলে সিলেট অঞ্চল কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে সরকার গঠন করলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমাদের সিরাজ উদ্দিন আহমদ একাডেমী সুনামের সাথে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে বুধবার দুপুর ১২টায় সংবর্ধনার জবাবে এই কথাগুলো বলেন।
সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষক মোকাব্বির আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ আহমেদুর রব, শ্রীরামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম, দৈনিক কাজিরবাজার এর স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল হাছিব, শিক্ষানুরাগী আব্দুর রহমান, শিক্ষক শাহেদা খানম, ময়নুল ইসলাম, অজিত কুমার পাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহবুবা বেগম। বিজ্ঞপ্তি