শাবিতে শহিদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৮:১৪:৩৭ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বিজয়-২৪ এর উদ্যোগে শহিদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় নয়, বরং ভ্রাতৃত্ববোধ ও সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুশৃঙ্খলভাবে এই টুর্নামেন্ট পরিচালনার মাধ্যমে এটি সফল হবে বলে আমি আশাবাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকি এবং উপ-রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয়-২৪ সংগঠনের সদস্য ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মনির হোসেন।