ওসমানীনগরে জামায়াতের প্রচার মিছিল
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৮:১৮:৩৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : সিলেট আলীয়া মাদরাসা মাঠে শুক্রবার অনুষ্ঠিতব্য জামায়াতের কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে ওসমানীনগর উপজেলা জামায়াতের উদ্যোগে প্রচার মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর উপজেলার গোয়ালাবাজারে এ মিছিলের আয়োজন করা হয়।মিছিলটি সিলেট-ঢাকা মহাসড়কসহ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারে এক পথসভায় মিলিত হয়। এর পূর্বে উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে সাধারণ মানুষের মধ্যে কর্মী সম্মেলনের দাওয়াতি লিফলেট বিতরণ করেন জামায়াত নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী, সেক্রেটারি আনহার আহমদ, সহকারী সেক্রেটারী সাফির আহমদ, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা সভাপতি আব্দুল মুমিন, উছমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর সাইস্তা মিয়া ও তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহামান প্রমূখ।