র্যাবের হাতে হত্যা মামলার ২ আসামী আটক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৮:৪৯:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ও সুনামগঞ্জ থেকে হত্যা মামলার ২ পলাতক আসামিকে আটকস করেছে র্যাব। পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই থানার মৃত সুবেদ আলীর ছেলে আসামী আব্দুল কাদির (৬০) ও একই এলাকার তাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর চৌধুরী (৪৫)। র্যাব জানায়, বুধবার বিকালে সুনামগঞ্জের দিরাই থানার আলোচিত হত্যা মামলার পলাতক আসামি আব্দুল কাদিরকে শাল্লা থানার আনন্দপুর এলাকা থেকে এবং রাতে আরেকজন পলাতক আসামি জাহাঙ্গীর চৌধুরীকে সিলেট নগরীর কোতোয়ালি থানার পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটককৃতদের দিরাই থানায় হস্থান্তর করা হয়েছে।