ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন সিলেট জেলা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৯:১৮:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ (সিলেট বিভাগীয় পর্যায়) এর ফাইনাল এবং পুরস্কার বিতরন বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল ১১৫ রানের ব্যবধানে মৌলভীবাজার জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানের প্রারম্ভে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ছাত্র-জনতার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক খান মো. রেজা-উন-নবী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য-সচিব মো: নূর হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট এর সিলেট বিভাগীয় কোচ ও সাবেক জাতীয় ক্রিকেটার নাজমুল হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার এর একান্ত সচিব গালিব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের ম্যানেজার ফরহাদ আলী ইমন, কোচ রেজওয়ান মজুমদার রুমান ও সুফী মাহমুদ সাঈদ রিন্টু, সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের ম্যানেজার ইমরান আলী এনাম, কোচ রানা মিয়া ও আল ওয়াদুদ সুইট প্রমুখ।
প্লেয়ার অব দ্যা ফাইনাল আরিয়ান (৪৪ রান ও ০২ উইকেট সিলেট জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দল), প্লেয়ার অব দা টুর্নামেন্ট জুবেদ (১৪৯ রান ও ১১ উইকেট মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল)। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলসমূহের মধ্যে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। বিজ্ঞপ্তি