শাবিপ্রবি’র সিইপি ফ্রেটার্নিটির কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫:১৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) ফ্রেটার্নিটির ২০২৪ সালের ২৭তম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে অভিজ্ঞ শিক্ষক এবং উদ্দীপ্ত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত নতুন কমিটি শাবিপ্রবির সিইপি ফ্রেটার্নিটিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
কমিটির সভাপতি হিসেবে সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ তামেজ উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ যোবায়ের বিন মুকলিশ। এছাড়া সহ-সভাপতি হিসেবে ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আনিসুল হক (অনি) মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্য হলেনসহ-কোষাধ্যক্ষ মোঃ আজমাইন নূর সাকিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হাসিব।এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রিতা মাহালানাবিশ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক কং হ্লাউ মারমা ও মোঃ শিবলী নোমান অন্তু, ক্রীড়া সম্পাদক মোঃ সাজিদুর রহমান (কচি) ও সহ-ক্রীড়া সম্পাদক রোস্তম আহম্মদ আফনান। ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল সম্পাদক তানজিলা জান্নাত। সহ-ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল সম্পাদক আরিজা তিথি।অফিস ও প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ সাজিদ আহমেদ মোল্লা এবং উইমেনস অ্যাফেয়ার্স সেক্রেটারি ফাতেমা তুজ জহুরা সারা,অ্যাসিস্ট্যান্ট উইমেনস অ্যাফেয়ার্স সেক্রেটারি মাহমুদা খাতুন শিফা। বিজ্ঞপ্তি