জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৫:৫৮:৫১ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত গোবিন্দ বিশ্বাসের মনাই বিশ্বাস (৪৫)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় শুক্রবার সুনামগঞ্জে আদালতে প্রেরণ করা হয়েছে।