কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৬:০২:৩৫ অপরাহ্ন
মানোত্তীর্ণ সাহিত্য রচনার জন্য লেখকদেরকে অধ্যবসায়ী হতে হবে। সাহিত্যের জন্য শব্দ হচ্ছে উপকরণ। ভাবের গভীরতা এবং প্রকাশের অলৌকিকতা বিদ্যমান থাকলেই একজন লেখকের সৃষ্টিশীল রচনা মানোত্তীর্ণ হতে পারে। এজন্য লেখকদেরকে সার্থক রচনার জন্য ক্রমাগত চেষ্টা করে যেতে হবে।
ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২১৮তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচকগণ উপরোক্ত কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ অষ্টাদশ কেমুসাস বইমেলা মঞ্চে সংসদের সাহিত্য সম্পাদক (ভারপ্রাপ্ত) ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গল্পকার সেলিম আউয়াল, কার্যকরী পরিষদ সদস্য কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক কবি আমিনুল ইসলাম, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি তোবারক আলী, সাহিত্য সমালোচক মামুন সুলতান, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল বায়েছ।
ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে লেখাপাঠে অংশ নেন কবি শফিকুর রহমান চৌধুরী, ইশরাক জাহান জেলী, ছয়ফুল আলম পারুল, সেনুয়ারা আক্তার চিনু, কামাল আহমদ, শিপারা শিপা, নিলুপা ইসলাম নিলু, রোকসানা বেগম, কবি মাহফুজ জোহা, লিপি খান, সুফি আকবর, সুয়েজ হোসেন, আবদুল বাছিত, শিব্বির আহমদ, শাহ পারভেজ, সালমা আলী, আব্দুর রাজ্জাক শাওন, আবুল বাশার, মঞ্জুর আজাদ পাভেল, আশরাফুল আলম, জালাল জয়, মাহবুবুর রহমান, আবদুল মুকিত প্রমুখ। গান পরিবেশন করেন বাহাউদ্দিন বাহার, ওমর ফারুক, ফরিদ আহমদ ও কুবাদ বখত চৌধুরী রুবেল। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক। বিজ্ঞপ্তি