রোটারী ক্লাব পাইওনিয়ারের স্কুল ড্রেস বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৮:২২:০৫ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার বলদী এলাকায় অবস্থিত জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমিতে রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার-এর উদ্যোগে গরিব ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ করা হয়। বুধবার বেলা ২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওলিউর রহমান।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুল ইসলাম রুপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম, পাস্ট প্রেসিডেন্ট (পিপি) রোটারিয়ান রাহিম ইসলাম মিলু, পিপি রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, পিপি রোটারিয়ান মওদুদ আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী, সেক্রেটারি রোটারিয়ান আজাদ উদ্দিন, বুলেটিন এডিটর রোটারিয়ান এম এইচ আর রুমেল চৌধুরী, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান শিহাব উদ্দিন, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান তোফায়েল আহমেদ, রোটারিয়ান গোলাম কিবরিয়া ও এম রহমান ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট ট্যৃরিস্ট ক্লাবের ট্যৃর সম্পাদক আব্দুল মুমিন, জান্নাতুল মাওয়া ইসলামিক একাডেমির মুহতামিম মাওলানা জাহিদুর আহমদ, জান্নাতুল মাওয়া ইসলামিক একাডেমির সহসভাপতি মোঃ মিছবাহ আলী মোহন, শিক্ষা সচিব হাফেজ সুহাইল আহমদ, নির্বাহী সদস্য রহিম আলী, মাসুদ রানা, ও আছাদ মিয়া, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়ারিছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি