ছাত্র মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৮:৪৪:০১ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস সিলেট মহানগরীর জালালাবাদ থানার কর্মী সমাবেশ শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন।
স্থানীয় টুকেরবাজারে থানা সভাপতি ইশমাম আহমদ এর সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মিজানুর রহমান, খেলাফত মজলিস জালালাবাদ থানা সভাপতি হাফিজ কামরুল ইসলাম, মহানগর নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, সিলেট সদর উপজেলা সহ সভাপতি আখম লোকমান, শাবিপ্রবির পাঠাগার সম্পাদক রায়হান উদ্দিন, ইসলামি ছাত্র মজলিস এমসি কলেজের সেক্রেটারি আহমদ সালমান।
থানা সেক্রেটারি জুনাইদ আসিফের পরিচালনায় কর্মী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন থানার অফিস ও প্রকাশনা সম্পাদক সাঈদ ইব্রাহিম নাবিল, প্রশিক্ষণ সম্পাদক উমায়ের খান, ৩৮ নং ওয়ার্ডের উবায়েদুর রহমান সাফওয়ান, শিবের বাজার শাখার সভাপতি আশরাফুল ইসলাম, পিঠারগঞ্জ শাখার সভাপতি আলী আকবর প্রমুখ। সমাবেশ শেষে এক দাওয়াতি মিছিল টুকেরবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি