মধ্যরাতে হামলায় আহত এড. মিসবাহ সিরাজ
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৯:৩২:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে মধ্যরাতে হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আহত অবস্থায় তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত কারণ জানা সম্ভব হয়নি। সকালেই তিনি হাসপাতাল ত্যাগ করে ফের আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নগরীর সুবিদবাজার এলাকায় অজ্ঞাত কিছু যুবক তার উপর হামলা চালায়। পরবর্তীতে রাত সাড়ে ৩টার দিকে তাকে সাগরদিঘীরপাড় এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। রাতেই তিনি নগরীর সোবহানীঘাটস্থ আল-হারামাইন হাসপাতালে চিকিৎসা নেন। জরুরী অস্ত্রোপাচার শেষে ভোরেই তিনি হাসপাতাল ত্যাগ করেন বলে হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি জিয়াউল হক বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। আমরা এ ব্যাপারে কিছু শুনিনি।