জেলা শ্রমিক ইউনিয়ন নিয়ে যড়যন্ত্র হলে সাধারণ শ্রমিকরা জবাব দিবে : লোহিত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৫:৪৮:৩৬ অপরাহ্ন
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনের উপদেষ্টা গোলাম হাফিজ লোহিত বলেছেন, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সিলেটের পরিবহন শ্রমিকদের অভিভাবক সংগঠন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধ করে এই ইউনিয়ন কাজ করে আসছে। ঐতিহ্যবাহী এই সংগঠনকে নিয়ে কোন ষড়যন্ত্র করা হলে সাধারণ শ্রমিকরা দাতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে শ্রমিক বন্ধুদেরকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।
তিনি শনিবার (১৪ ডিসেম্বর) সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮) এর সকল উপ কমিটি নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপত্বিতে ও সহ-সাধারন সম্পাদক মাহবুব মিয়া মবুর পরিচালনায় সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন নবনির্বাচিত কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।
কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারন সম্পাদক আব্দুল মুহিম। বক্তব্য রাখেন ইউনিয়নের কার্যকরি সভাপতি সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, চন্ডিপুল মাইক্রোবাস উপ কমিটির কোষাধ্যক্ষ খালেদ হোসেন, ভাদেশ্বর মাইক্রোবাস উপ কমিটির সাধারণ সম্পাদক লিটন আহমদ, জকিগঞ্জ মিনিবাস উপ কমিটির সভাপতি আব্দুল মুহিত, কালিগঞ্জ মাইক্রোবাস উপ কমিটির সাধারণ সম্পাদক জালাল আহমদ ও গোলাপগঞ্জ মাইক্রোবাস উপ কমিটির সম্পাদক আব্দুর রহিম লিলু।
এসময় উপস্থিত ছিলেন- শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মানিক মিয়া, প্রচার সম্পাদক হারিছ আলী, কার্যকরী সদস্য শেখ আজিজ আহমদ, আহসান ইব্রাহিম, আতিকুর রহমান আতিক, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন, শেখ ফরিদ। এছাড়া সভায় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন রোড উপ কমিটির নেতৃবৃন্দসহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হাজী ময়নুল ইসলাম বলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নিয়ে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এর পরিনতি কারো জন্য ভালো হবেনা। আমরা বিগত সময়ে নানা প্রতিকুল পরিবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি। সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হয়েছিল কিন্তু ঐক্যবদ্ধ সাধারণ শ্রমিকগণ সেই ষড়যন্ত্র নস্যাত করেছেন। এখন আমাদের মধ্যে বিভক্তির ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রও ঐক্যবদ্ধভাবে নস্যাত করতে হবে। আমরা অতীতের ন্যায় ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই।