ওসমানীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৫:৫২:০৫ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে শহীদ বুদ্ধিজিবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল পৌণে ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভীনের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা শাহরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব আহমদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া, পজেলা প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন, দারিদ্র বিমোচন কর্মকর্তা হেলাল উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারিসাত আল আমিন, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত । এর পূর্বে সকাল ১০টার দিকে উপজেলার বুরুঙ্গা গণকবরে ফুল দিয়ে মহান মুক্তিযোদ্ধে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ।