বড়লেখায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৫:৫৩:০৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।