তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে, শিক্ষার্থীরা বিপাকে
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৬:২০:৪৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষার একই তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি এ তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় বিপদে পড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বয় করে আলাদা তারিখ নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।
ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, চার বছর পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ২২ ফেব্রুয়ারি এ ইউনিট বিজ্ঞান অনুষদের পরীক্ষা নেওয়া হবে। এদিকে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও আগামী বছরের ২২ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, শাবিপ্রবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও এমআইএসটির ভর্তি পরীক্ষা হবে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা বলছেন, বেশিরভাগ শিক্ষার্থী একের অধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। একই দিনে তিনটি পরীক্ষা দেয়া অসম্ভব। কারণ পরীক্ষার তারিখের পাশাপাশি সময়ও একই। এর সমাধান হিসেবে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করলে অনেক শিক্ষার্থী সবগুলো ভর্তি পরীক্ষা দিতে পারবেন।