শীতার্ত মানুষের পাশে ইসলামী তরুণ সংঘ
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৬:৩৫:০৬ অপরাহ্ন
ইসলামী তরুণ সংঘের উদ্যোগে ডিসেম্বর মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১৩ ডিসেম্বর শুক্রবার সিলেট শহরতলীর পীরেরচক এলাকায় কম্বল বিতরণ করা হয়। এ সময় ইসলামী তরুণ সংঘের নেতৃবৃন্দ দেশের সর্বস্তরের ধনাঢ্য, বিত্তবান, শিল্পপতি ব্যবসায়ীদের সরকারী বেসরকারীভাবে চলতি শীত মৌসুমে শীতার্ত গরীব অসহায় মানুষকে যার যার সামর্থ অনুযায়ী শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংঘের সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ, সহ-সভাপতি মাওলানা হিফজুর রহমান, মাওলানা তানভীর আহমদ, সংঘের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা খালিদ মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাসিত, সহাকারি সাংগঠনিক মাওলানা জাকারিয়া মাহমুদ, প্রচার সম্পাদক হাফিজ মুশফিকুর রহমান মাহদি, সহকারি সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ আহমদ সাজন প্রমুখ। বিজ্ঞপ্তি।