দুর্নীতি মুক্তকরণ ফোরামের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৬:৩৯:৩১ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দীন স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলপূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন দুর্নীতিমুক্তকরণ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ অ্যাডভোকেটের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের অন্যতম উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতোয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সিলেট ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, সাংবাদিক শহীদ আহমদ খান, শ্রমিক নেতা মিজান গাজী, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি