শাহমীর (র:) শাহী ঈদগাহ ব্যবসায়ী সমিতি’র অভিষেক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৮:০০:০৮ অপরাহ্ন
হযরত শাহমীর (র:) শাহী ঈদগাহ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর অভিষেক সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে হযরত শাহমীর (র:)জামে মসজিদ সংলগ্ন মাঠে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হযরত শাহমীর (র:) শাহী ঈদগাহ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলার সভাপতি মো: ময়নুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: বদরুজ্জামান সেলিম, এস.এম.পি’র এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান, হযরত শাহমীর (রঃ) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা: এম. এ মতিন, যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুজ জামান চৌধুরী, টিবি গেইট জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী তারেক হোসেন তারু মিয়া, বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকে’র সহ-সভাপতি মান্না সিদ্দিকী।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করা একটি ইবাদত। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে ভোক্তা সাধারণের চাহিদার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। ভেজাল পণ্য বিক্রি করা কোন অবস্থাতেই সঠিক নয়। মানুষের চাহিদার প্রতি লক্ষ রেখে ও সততার পরিচয় দিয়ে আমাদের ব্যবসা করা উচিত। বক্তারা আরো বলেন, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে সকল সমস্যা মোকবিলা করা সম্ভব। তাই ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও কল্যাণের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সমিতির সাধারণ সম্পাদক মো: শহিদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. মোস্তফা আজাদ, শাহমীর (রহ.) মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ আব্দুর রহমান আমিনি, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন চৌধুরী লিটন, শাহমীর মসজিদ পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস শহীদ শাহীন, বিএনপি নেতা মোহাম্মদ সাজ্জাদুর রহমান, সমিতির সহ-সভাপতি ডা. বিপ্লব দেব, সহ-সভাপতি মাসুদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ মিলাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মেরাজ আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফাহিম আহমদ। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহামীর রাহঃ মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী দেওবন্দী।