চৌকিদেখীতে আনোয়ারা মতিন একাডেমির শিক্ষা কার্য্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৮:০৫:৫১ অপরাহ্ন
সিলেট নগরীর চৌকিদেখীতে আনোয়ারা মতিন একাডেমির শিক্ষা কার্য্যক্রম নতুন করে উদ্ভোধন করা হয়েছে। শনিবার ( ১৪ ডিসেম্বর) দুপুরে উদ্ভোধনী অনুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার শামসুল আলম চৌধুরী।
একাডেমির শিক্ষক রফিকুল ইসলাম ও সায়রা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ বিশিষ্ট প্রাবন্ধিক মোঃ মোস্তফা মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অবঃ জেনারেল ম্যানেজার আব্দুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশে একটি উন্নতমানের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কারণ অভিভাবকরা তাদের সন্তানকে যখন একটি প্রতিষ্ঠানে পাঠান তখন তাদের একটি প্রত্যাশার জায়গা থাকে। সেই প্রত্যাশাটুকু পূরণ করতে পারলেই অভিভাবকরা সন্তুষ্ট থাকেন এবং সেই প্রতিষ্ঠানকেই সন্তানের ভবিষ্যত বিনির্মানের জন্য বেচে নেন। আনোয়ার মতিন একাডেমি সেই প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার সুলতানা বেগম, বিশিষ্ট সমাজসেবক হাসান কবির চৌধুরী, শাইনি স্টেপস স্কুলের ভাইস প্রিন্সিপাল শামীম আহমদ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার নাজিয়া চৌধুরী, আনোয়ারা মতিন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মেহরান সাকিব চৌধুরী, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, আইএলটিএস বিশেষজ্ঞ নাজিম উদ্দীন ও আনোয়ারা জেনারেল হাসপাতালের এমডি শেখ সেলিম। অনুষ্ঠানে অভিভাবক ও সূধীজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হামজা এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী পূর্বা রাণী। এছাড়া শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জমকালো এই উদ্ভোধনী অনুষ্ঠানে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি