আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন কানাইঘাটের গুণীজন সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৮:০৭:৪০ অপরাহ্ন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, কানাইঘাট উপজেলা শাখার উদ্দ্যোগে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) গাছবাড়ী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান ও সহযোগীতা করার জন্য পুলিশ প্রশাসন, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সামাজিক সংগঠন, সফল কৃষককে সম্মাননা ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার সাইফুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের অতিরিক্ত নির্বাহী পরিচালক রকিব আল মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, সিলেট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট খায়রুল আলম বকুল। স্বাগত বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন কানাইঘাট উপজেলার সভাপতি মো: বুরহান উদ্দীন।
জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ মাশরুফ পরশ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার কানাইঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাষ্টার নুরুল আমিন, মো: আব্দুল্লাহ, আজীবন সদস্য নির্মল, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহাদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সমাজ সেবা সম্পাদক বিলাল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কানাইঘাট উপজেলা কমিটির উপদেষ্ঠা মোহাম্মদ ইসহাক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সর্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য ও অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। বর্তমানে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে। বিশ্বের সব নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।