শহীদ বুদ্ধিজীবী দিবসে জেএসডির শ্রদ্ধাঞ্জলি অর্পন
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৮:১২:০৯ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলার উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক চৌধুরী দিলোয়ার হোসেন জিলন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলার সদস্য সচিব আনোয়ার হোসেন, মাসুক আহমদ, আব্দুল গফফার সুইট, রেদওয়ান আহমদ লিটন প্রমুখ।