কোম্পানীগঞ্জে রক্তাক্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৮:৩৫:১৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামের আতাউর রহমান আতাই (৩৫) নামের একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টায় পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিম পাড়ার মৃতো বশির মিয়া’র পুত্র।
পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে পুটামারা বাজারের উদ্দেশ্যে বের হোন। তারপর থেকে আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে ধান ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঘটনাস্থলে আমরা গিয়ে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে।