শ্রীমঙ্গলে বুদ্ধিজীবী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ৫:৫৩:৩৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার সন্ধ্যার পর শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে বিন¤্র শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলামসহ উপজেলা ও পৌর দপ্তরের কর্মকর্তাবৃন্দ।