জগন্নাথপুরে ৪ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ৬:৪৭:৩৬ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামীসহ ওয়ারেন্টভুক্ত ৪আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও (মাঝপাড়া) গ্রামের মৃত আলা মিয়ার ছেলে মো. নাহিদ মিয়া (২৮), লহরী নারায়ণপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আলামীন, হরিহরপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে আবু তালিব (২২) ও একই গ্রামের আব্দুল হাসিমের ছেলে আব্দুল আহাদ উছাম মিয়া।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জে আদালতে প্রেরণ করা হয়েছে।