কুশিঘাটে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ৭:০৪:৪৫ অপরাহ্ন
নগরীর ২৪ নং ওয়ার্ডের কুশিঘাট এলাকায় শনিবার জাতীয়তাবাদী কৃষকদল ২৪ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালেক আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের সভাপতি হুমায়ুন কবির শাহীন।
আব্দুল করীমের সভাপতিত্বে ও কৃষকদল নেতা ময়নুল হক স্বাধীনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী বাসু, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সাবেক সদস্য তাহের আলী সুমন, খন্দকার আব্দুল মোমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, পারভেজ আহমদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওয়াকিল আহমদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, মহানগর যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক সাদ্দাম আহমদ, যুবদল নেতা কয়েছ আহমদ, মহানগর যুবদলের সদস্য বুরহান আহমদ, ২৪নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ আহমদ মনছুর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আলাল আহমদ শিমুল। বিজ্ঞপ্তি