শ্রমিকদের অবহেলায় রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ৭:০৮:০৩ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তর শাখার আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ সেলিম উদ্দিন বলেছেন, শ্রমিকরা হচ্ছেন এদেশের প্রধান চালিকা শক্তি। তাদেরকে অবহেলায় রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। স্বাধীনতার ৫৩ বছর পরও তারা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত রয়েছেন। ইনসাফভিত্তিক রাষ্ট্র না হওয়া পর্যন্ত শ্রমিকদের ভাগ্যের পুরোপুরি উন্নয়ন সম্ভব নয়। আগামীতে যদি এদেশের জনগণের সমর্থনে একটি ইসলামি ও কল্যাণমূখী সরকার গঠিত হয় তাহলে সকলের সাথে তাদেরও ভাগ্যের পরিবর্তন ঘটবে। তাদের জন্য কল্যাণ ফান্ডসহ নানা সুযোগ সুবিধা ব্যবস্থা করা হবে।
তিনি রোববার বিকেলে গোলাপগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্বে, আব্দুস সাত্তার মুন্না ও আশরাফ আল মান্নান লিপুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সহ-সভাপতি হাফিজ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল আজিজ জামাল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ পৌর শাখার উপদেষ্টা রেহান উদ্দিন রায়হান।
সম্মেলনে আশরাফ আল মান্নান লিপুকে সভাপতি ও রেজাউল করিমকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ উপজেলা এবং মোঃ এনাম উদ্দিনকে সভাপতি ও সিপু আহমদ সিপারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ পৌর কমিটি ঘোষণা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার সভাপতি ফখরুল ইসলাম খান। উপস্থিত শ্রমিকদের সমর্থনে নবগঠিত কমিটি অনুমদোন লাভ করে। বিজ্ঞপ্তি