সুনামগঞ্জে নিয়মরক্ষায় বাঁধ উদ্বোধন, বিক্ষোভের মুখে শাল্লায় পিআইসি স্থগিত
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ৭:৪৮:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের পিআইসি কমিটি গঠন না করে নিয়মরক্ষার জন্য লোকদেখানো বাঁধের কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সকল উপজেলায় নিয়মরক্ষার জন্য একটি করে বাঁধের উদ্বোধন করা হয়। এদিকে, শাল্লায় পিআইসি কমিটির বিএনপির এক নেতার বিরুদ্ধে বিএনপির এক অংশ বিক্ষোভ করায় পিআইসির সকল কার্যক্রম স্থগিত করেছেন জেলা প্রশাসক মোঃ ইলিয়াস মিয়া। এ নিয়ে বাঁধের কাজ ও ফসল তোলা নিয়ে শংকায় আছেন কৃষকরা।
জানা গেছে নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু করার কথা। এর আগে সকল পিআইসি কমিটি গঠন করা কথা রয়েছে। কিন্তু জেলার কোথাও এখনও পিআইসি গঠন করা সম্ভব হয়নি। তবে ১৫ ডিসেম্বর বাঁধের কাজ উদ্বোধন করার কথা থাকায় নিয়মরক্ষার জন্য একটি করে বাঁধ অনুমোদন দিয়ে উদ্বোধন করা হয়। হাওরে কৃষকেরা জানিয়েছেন, বাঁধের কাজ এমনভাবে উদ্বোধন হয়েছে যে শুধু কুদাল, উড়া নিয়ে এসে ছবি তুলে প্রশাসন এসব কাজের উদ্বোধন করেছেন। এছাড়া কাংলার হাওরে একটি অক্ষত বাঁধে লোকদেখানো উদ্বোধন হয়েছে। এসব উদ্বোধনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
খবর নিয়ে জানা গেছে, শাল্লায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কার্যক্রম স্থগিত করেছেন জেলা প্রশাসক। শনিবার দিনভর যাচাই বাছাই শেষে বিএনপির একটা অংশ বিক্ষোভে ফেটে পড়ে। এমনকি টাকা লেনদেনের অভিযোগ করেন তারা। পরে ইউএনও ডিসির সাথে কথা বলে পিআইসির সকল কার্যক্রম স্থগিত করেছেন।
জানতে চাইলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নীতিমালা অনুসরণ করে ইউএনও’কে পিআইসি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ আবেদনকারীসহ বিক্ষুব্ধ কিছু মানুষ সেখানে বিক্ষোভ করেন। এরপর ইউএনও’কে ফোন করে চূড়ান্ত তালিকা স্থগিত রাখতে বলেছি। শাল্লায় আমি নিজে গিয়ে বিষয়টি দেখব।
জানতে চাইলে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, নীতিমালা মেনেই কার্যক্রম শুরু করেছিলাম। কিন্তু উপজেলা পিআইসি কমিটির সদস্যরা চূড়ান্ত তালিকা প্রকাশে একমত হতে পারছিলেন না। এ নিয়ে পৃথক অবস্থান তৈরি হয়। উপজেলা কম্পাউন্ডের বাইরে বিক্ষোভও চলতে থাকে। এ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে জেলা প্রশাসকের নির্দেশে চূড়ান্ত তালিকা প্রকাশ স্থগিত করা হয়। এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, মোট ১১৫টা পিআইসি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সোমবার একটি পিআইসি উদ্বোধনের জন্য রেখে সবগুলো স্থগিত করা হয়।