দক্ষিণ সুরমায় বাসচাপায় নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ৯:৩২:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আল-হানাবাদ) গ্রামের আনজব উল্লাহর ছেলে রুহুল আমিন (২৬) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)। এ ঘটনায় অটোরিক্সা চালকসহ ৩ জন আহত হয়েছেন। এরমধ্যে দুজন গুরুতর আহত বলে জানা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কিনব্রিজের মুখ থেকে ৫ জন যাত্রী একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুর রওয়ানা দেন। তাদের গাড়িটি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার লালারগাঁও পৌছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান। দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক নারী ও অটোচালক গুরুতর আহত হয়েছেন।