শাবিতে শেষ হলো ক্যারিয়ার ক্লাবের কেস প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:১০:১৯ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস প্রতিযোগিতা “শীস্টেম প্রেজেন্টস মাস্টারমাইন্ড ২.০”-এর গ্র্যান্ড ফাইনাল। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
সাস্ট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং স্টিমের (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে নিবেদিত প্রতিষ্ঠান শি স্টিম-এর পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের জন্য একটি বিশেষ মঞ্চ তৈরি করেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো তিনটি চ্যালেঞ্জিং রাউন্ডের মধ্য দিয়ে বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান তুলে ধরে। চূড়ান্ত পর্বে আটটি দল নিজেদের কৌশল ও দক্ষতার প্রমাণ দিয়ে বিচারকদের মুগ্ধ করে। বিচারক প্যানেল হিসেবে উপস্থিত ছিলেন রবি অপারেটরের আঞ্চলিক প্রধান এস. এম. রাসেল আহমেদ, লাইটক্যাসেল পার্টনার্সের সিইও বিজন ইসলাম ও শি স্টিমের ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী।
আয়োজকেরা জানান, চূড়ান্তে পর্বে শাবির টিম রাইজিং ফোনিক্স চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় হয়েছে বুয়েটের টিম ডালহেড এবং তৃতীয় টিম অ্যাপ্রিকাস। চ্যম্পিয়নদল পেয়েছে পুরস্কার হিসেবে পেয়েছে ৫০হাজার টাকা। বাকি দলগুলো পেয়েছে ৩০ হাজার ও ২০ হাজার নগদ অর্থ।