নগরে ২৯৭ বস্তা ভারতীয় চিনি জব্দ
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ২৯৭ বস্তা ভারতীয় অবৈধ চিনি ভর্তি ট্রাক জব্দ করেছে পুলিশ।সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নগরীর শাহপরাণ থানাধীন সুরমা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে শাহপরান থানা পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মাদ সাইফুল ইসলাম ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার সকালে শাহপরান থানাধীন সুরমা বাইপাস এলাকার সিলেট তামাবিল সড়কে দাসপাড়াস্থ মামার দোকানের সামনে সুগন্ধা নার্সারীর কিছু সামনে থেকে ১৭ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ২৯৭ বস্তা চিনি ভর্তি হলুদ রঙের একটি ট্রাক জব্দ করা হয়।
তবে এসময় কাউকে আটক করা হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারের সাথে জড়িতরা পালিয়ে যায়।