বিয়ানীবাজারে ছাত্রলীগ কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৫:৪৪:২১ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মিছিল সহকারে পুষ্পশ্রদ্ধা জানাতে গিয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার তামজিদ আহমদ (১৮), সে উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা পশ্চিমপাড়া এলাকার লিপন আহমদের ছেলে। ছাত্রলীগ কর্মী তামজিদ গেল বছর জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে মামলা-১ এ গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।