যুবকরাই সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনের মূল হাতিয়ার : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৫:৫১:০০ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের আমীর ও জালালাবাদ যুব ফোরাম মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আমাদের যুব সমাজকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। কারণ তারাই সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের মূল হাতিয়ার। অবৈধ ক্ষমতার মসনদ ধরে রাখতে পতিত ফ্যাসিস্ট সরকার যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। ছাত্র-জনতার উপর নৃশংস হামলা চালাতে বিপথগামী যুবকদের উদ্ধুদ্ধ করেছে। অথচ দেশ জাতির যে কোন দুর্যোগে যুব সমাজ অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে আসছে। যুবসমাজের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে তাদেরকে মানবিক কার্যক্রমে উদ্ধুদ্ধ করতে হবে। ফ্রি ব্লাড গ্রুপিং একটি মহৎ উদ্যোগ।
তিনি সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে (১৬ ডিসেম্বর) জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে নগরীর ২০, ২১ ও ২২নং ওয়ার্ডে পৃথক ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর আমীর ফখরুল ইসলাম আরো বলেন, বিজয়ের ৫৪ বছর পরও দেশের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে লুটপাট ও দুর্নীতির মহোৎসব চলেছে। মানুষ বিজয়ের প্রকৃত স্বাদ পায়নি। ২৪ এর জুলাই বিপ্লবের পর জাতি নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ। এক্ষেত্রে আমাদের যুব সমাজকে কাজে লাগাতে হবে।
২২নং ওয়ার্ডের উপশহর আই ব্লক মাঠ অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন ফোরামের উপশহর সভাপতি আব্দুল হালিম ও পরিচালনা করেন মাওলানা আব্দুল লতিফ। ২০নং ওয়ার্ডের মজুমদারপাড়ায় অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন ওমর ফারুক ইমন ও পরিচালনা করেন আশরাফ উদ্দিন। ২১নং ওয়ার্ডের টিলাগড় এলাকায় অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন আবু হাসান ও পরিচালনা করেন মাহফুজুর রহমান।
পৃথক ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের শাহপরান থানা পশ্চিমের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহেদ আলী, উপদেষ্টা নজরুল ইসলাম ও ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা হামিদ বক্স মোহিন, আহমদ আল মাসুদ, অলিউর রহমান সাদ্দাম ও সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ, যুবনেতা দেলোয়ার হোসেন রনি, মকবুল হোসেন, দেলোয়ার হোসেন ও মিশু প্রমুখ। বিজ্ঞপ্তি