কুলাউড়ায় শিশু একাডেমির পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৬:১০:২১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দিবস উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভুঁইয়া, উপজেলা ইউআরসি ইনসট্রাক্টর মো. মহিবুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ একলাছ মিয়া ও মীর মইনুদ্দিন আকবর প্রমুখ।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় শতাধিক শিশুরা অংশগ্রহণ করে।