কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৬:১১:৩৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন ধরনের খেলাধুলা, ছাত্রীদের দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাধুলা শেষে বিদ্যালয়ের হলরুমে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।
সিনিয়র শিক্ষক মো. সুরমান আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. ছমিউর রহমান, অভিভাবক মো. গৌছ মিয়া, সহকারী শিক্ষক সোহেল আহমদ, মো. শাহজাহান আলম প্রমুখ।
বক্তারা বলেন, বাঙালি জাতির হাজার বছরের এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন ১৬ ডিসেম্বর বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিলো।