বড়লেখায় বিজয় দিবসে নিসচা’র কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৬:১২:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সোমবার নানা কর্মসূচি পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলায় অংশগ্রহণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং প্রচারাভিযান চালানো হয়েছে। এছাড়া বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে নিসচা।
সকালে পৌর শহরের নিসচা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসনের দিনব্যাপী বিজয় মেলায় অংশগ্রহণ ও দর্শনার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং প্রচারাভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, নিসচা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব, সুলতান আহমদ খলিল, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য ছাদিকুর রহমান, নিরঞ্জন দেবনাথ নিলু, আফজাল হোসেন রুমেল, শাহাব উদ্দিন, এমরান আহমদ, সাইফুর রহমান মুন্না ও ফরহাদ আহমদ প্রমুখ।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও নিসচা বড়লেখা উপজেলা শাখা তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এগুলো হচ্ছে- সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীত উপহার প্রদান, দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান।