বিজয়ের সুফল পেতে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৬:৪৯:২৯ অপরাহ্ন
মহান বিজয়ের ৫৪ তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, যে কোন বিজয়ই আল্লাহ প্রদত্ত নিয়ামত। নিজেদের কর্ম ও প্রচেষ্টার মাধ্যমে সেই বিজয়ের সুফল অর্থবহ করতে হয়। কিন্তু এদেশের মানুষের দুর্ভাগ্য হলো ৭১ এর বিজয়ের পরে রাজনৈতিক বিভাজন, সুশাসনের অভাব আর বন্ধুবেশী প্রতিবেশীদের আগ্রাসনের কারণে বিজয়ের প্রকৃত স্বাদ ভোগ করতে পারেনি। বিজয়ের অর্থবহ সুফল পেতে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন ১৯৪৭, ১৯৭১ এর ধারাবাহিকতায় সর্বশেষ নেয়ামত হলো ২০২৪ এর ছাত্র-জনতার বিজয়। এর মাধ্যমে দেশবাসীর সামনে আরেকটি সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। সবাইকে সর্বোচ্চটুকু দিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি এই বিজয় অর্জন করতে গিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের পাশাপাশি ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে ধারণ করে এগিয়ে যেতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা সহ- সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, জেলা পেশাজীবি পরিষদ সভাপতি মাস্টার নুরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন, মাস্টার আব্দুল কুদ্দুস প্রমূখ। বিজ্ঞপ্তি