বটুলি শুল্ক স্টেশন দিয়ে ফের আমদানি রপ্তানি শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৬:৪২:৫৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে ইসকন সদস্য ও স্থানীয় হিন্দু সংগঠনের নেতৃবৃন্দের বাধায় ২৭ নভেম্বর থেকে জুড়ী উপজেলার বটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৮ দিন বন্ধ থাকার পর অবশেষে রোববার থেকে এই শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে। প্রথম চালানে বাংলাদেশ থেকে সাতটি ট্রাকে বোর্ড রপ্তানি এবং দুই টন সাতকরা আমদানির মাধ্যমে স্টেশনটির কার্যক্রম সচল করা হয়। তবে, বিজয় দিবসের সরকারি ছুটির কারণে সোমবার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকে।
বটুলি শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে ইসকন সদস্যসহ স্থানীয় বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভের জেরে ২৭ ও ২৮ নভেম্বর থেকে বটুলিসহ পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে, দুটি শুল্ক স্টেশনের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত অব্যাহত ছিল। বটুলি শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা শাওন দে জানান, ১৮ দিন বন্ধ থাকার পর রোববার থেকে এই শুল্ক স্টেশন দিয়ে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।