শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট শাখার দ্বিবার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৭:১৯:০৪ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১ টায় কানাইঘাটে একটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সভাপতি হাফেজ ফয়েজ আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার উপদেষ্টা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট উপদেষ্টা জননেতা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট পৌর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল করিম, কানাইঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা শাখার উপদেষ্টা শরিফ উদ্দিন, মাস্টার ফয়সল আহমদ, তাজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা মাওলানা নূরুর রহমান চৌধুরী সায়েম, মাওলানা ওমর ফারুক, মাওলানা মাহবুবুর রহমান, পৌর শাখার উপদেষ্টা, বিলাল আহমদ, ইকবাল হোসেন, পেশাজীবি পরিষদ কানাইঘাট উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, যুব বিভাগ কানাইঘাট উপজেলা সভাপতি মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সহ-সভাপতি আবু ত্যায়িব শামিম, পৌর শাখা সভাপতি জুবায়ের আহমেদ ইউসুফ, সহ-সভাপতি আসফাকুর রহমান রুম্মান, উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ শাহজান।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা অটো টেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ কানাইঘাট দক্ষিণ বাজার উপ-শাখার সভাপতি হাদে আহমদ, সহ-সভাপতি আব্দুল খালিক খালাই, সম্পাদক খলিলুর রহমান, সহ-সম্পাদক জালাল উদ্দীন ভূইয়া, সিলেট জেলা অটো টেম্পো অটো রিকশা শ্রমিক ইউনিয়ন ২০৯৭ সড়কের বাজার উপ-শাখার কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন প্রমুখ। সম্মেলনে হাফেজ ফয়েজ আহমদকে সভাপতি ও শিপুল আমিন চৌধুরী’কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। জুবায়ের আহমেদ ইউসুফকে সভাপতি ও সবজেল আহমদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর শাখার কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি