মৌলভীবাজারে বিজয় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৭:৪৭:১১ অপরাহ্ন
ছবি আছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারি, আধা সরকারি ও রাজনৈতিক পেশার মানুষ।এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা, জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ুন, জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী সহ অনেকে।
পরে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও পুলিশ প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও জেলা বিএনপি ও জেলা জামায়াতের আয়োজনে আলাদা আলোচনা সভার আয়োজন করা হয়।