বড়লেখায় বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৮:৪৬:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় সোমবার মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ছ’টায় কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে উপজেলা প্রশাসনের বিজয় দিবস উদযাপনের কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও তাহমিনা আক্তার। সকাল আটটায় উপজেলা প্রশাসনিক কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উৎপাদিত পণ্যের ১০টি ষ্টল নিলে বিজয় মেলা।
এছাড়া মহান মুক্তিযোদ্ধে আত্মত্যাগকারি বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহীদ মিনারে পুষ্পবক অর্পন করে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বড়লেখা প্রেসক্লাব, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা বিএনপি, নিসচা’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
এদিকে, দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা পৌরশহরে বিজয় মিছিল বের করেন। পথসভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সহসভাপতি আলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খয়রু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।