বিজয় দিবসে সিলেট প্রেসক্লাবে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৯:০১:৩২ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কোনো সময় সামনে আনা হয় না বলে মন্তব্য করেছেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ও রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান লে. কর্নেল (অব:) মো: আব্দুস সালাম বীর প্রতীক। মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় কর্নেল সালাম আরও বলেন, হবিগঞ্জের তেলিয়াপড়াতে মুক্তিযুদ্ধের সেক্টর ভাগাভাগি হয়েছিল এবং এখান থেকে যুদ্ধের শুরু হয়েছিল। এটা একটি ঐতিহাসিক ঘটনা। অথচ গত ৫৩ বছরেও সেখানে আলাদা একটি বাংলো তৈরি করে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা যায়নি। পাশাপাশি মেহেরপুরের মুজিবনগর থেকে প্রবাসী সরকার গঠিত হয়েছিল। অথচ স্বাধীনতার পর কোন সরকার প্রধান মুজিবনগরে যাননি। এ প্রসঙ্গে তিনি বলেন, মুজিবনগরের ইতিহাস কেউ সামনে আনতে চান না। তিনি স্বাধীনতার সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাবেক সহসভাপতি আবদুল কাদের তাপাদার ও এম এ হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সদস্য মো. ফয়ছল আলম,ক্লাবের নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির,আনাস হাবিব কলিন্স, মুনশী ইকবাল, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক।
উপস্থিত ছিলেন ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. মুহিবুর রহমান, মো. দুলাল হোসেন, সহযোগী সদস্য এইচ এম শহীদুল ইসলাম প্রমুখ। এর আগে ১৬ ডিসেম্বর সকালে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি