সিলেট বিভাগ গণদাবী ফোরামের বিজয় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৯:১১:৫২ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের কর্মসূচিতে ছিল ১৬ ডিসেম্বর ভোরে সংগঠনের সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও দুপুরে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা।
কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট, লন্ডন প্রবাসী কমিউনিটি সংগঠক এস.আই. আজাদ আলী, সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কবির আহমদ বাবর অ্যাডভোকেট, দেলোয়ার হোসেন দিলু অ্যাডভোকেট, সংগঠক আবর মিয়া পীর প্রমুখ। পরে দুপুরে সংগঠনের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেটের সভাপতিত্বে স্বাধীনতার তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি