সিকৃবির প্রথম ট্রেজারার প্রফেসর মাহবুব-ই-ইলাহী
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৯:২১:০২ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রথম ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। তিনি সিকৃবির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক এবং ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন।
১৫ ডিসেম্বর (রোববার) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১২ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহীকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি আগামী চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভিসি কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন ও বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী ১৯৭৮ সালে বগুড়া জেলার সোনাতলা উপজেলার সোনাতলা মডেল উচ্চবিদ্যালয় থেকে এস এস সি, বগুড়া জেলার সোনাতলা উপজেলার সরকারি নাজির আক্তার কলেজ থেকে এইচএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ও এমএসসি ডিগ্রি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসির অর্থায়নে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন।
প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী ১৯৮৮ সালে মিল্ক ভিটায় ভেটেরিনারি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সিলেট সরকারি ভেটেরিনারি কলেজে সহকারি অধ্যাপক হিসেবে ১৯৯৭ সালে যোগদান করেন এবং সিকৃবিতে অধ্যাপক হিসেবে ২০০৬ থেকে অধ্যাবদি কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তি