নারীসহ হোটেল থেকে আ’লীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৯:৩২:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পরকীয়া প্রেমিকাসহ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরের লালবাজারস্থ হোটেল আল-জালাল থেকে তাদের আটক করা হয়। আটক আজমল হোসেন সেলিম কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুন্দাউরা গ্রামের মৃত নূর উল্লাহর ছেলে।
জানা যায়, পরকীয়া প্রেমিকা নিয়ে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বন্দরবাজারের হোটেল আল-জালালের ১১৭ নাম্বার কক্ষ ভাড়া করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন সেলিম। পরে পুলিশ ঐ হোটেলে অভিযান চালিয়ে নারীসহ তাকে আটক করে। প্রবাসীর স্ত্রী ওই নারীর সাথে তার বিগত ১৫/২০ বছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। যার কারণে তার স্বামী তাকে স্ত্রী পরিচয় দিতেন না। বলতেন সে তো সেলিমের স্ত্রী, আমার না। সেলিমের দলীয় ক্ষমতা থাকায় তাকে কিছু বলারও সাহস পেতেন না ঐ স্ত্রীর স্বামী।
এলাকাবাসী অভিযোগ, দক্ষিণ রণিখাই ইউনিয়নের সুন্দাউরা গ্রামে তার নেতৃত্বে মাদকের ওপেন হাট চলছিল। আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় দলীয় নেতা ও প্রশাসনের সাথে ভালো সম্পর্ক থাকায় কখনো কেউ মুখ ফুঁটে কথা বলতে পারেন নি। ফলে মাদক বিক্রেতারাও ছিল বেপরোয়া। এমনকি দক্ষিণ রণিখাই ইউনিয়নে দিনে-দুপুরে মাদক পাওয়া যেত। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার ওসি মো: জিয়াউল হক। তিনি বলেন, কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে।